ছিটমহলবাসীদের রাষ্ট্রপতির অভিনন্দন

নতুন পতাকা ও মানচিত্র পাওয়া ছিটমহলবাসীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 05:40 PM
Updated : 31 July 2015, 06:16 PM

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, দীর্ঘ ৬৮ বছরের অমীমাংসিত স্থল সীমানা জটিলতা নিরসনের পর ছিটমহল বিনিময় দুই-দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত।”

রাষ্ট্রপতি এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি)

অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, “১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তির মধ্য দিয়ে স্থল সীমানা নির্ধারণের যে শুভ সূচনা হয়েছিল ২০১৫ সালে বাংলাদেশ-ভারতের ঐকান্তিক ইচ্ছায় তা বাস্তবায়িত হলো।”

এর ফলে ছিটমহলবাসীদের নাগরিকত্ব ও পরিচয়ের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন রাষ্ট্রপতি।

একই বার্তায় তিনি ছিটমহল বিনিময়ের কাজে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।