বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি

ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে টানা বৃষ্টিতে বান্দরবান শহরে আবার বন্যা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 11:28 AM
Updated : 31 July 2015, 12:48 PM

গত দুদিনের বর্ষণে জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষের জীবনযাপন। পাশাপাশি বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

স্বর্ণমন্দির এলাকায় বেইলি ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান থেকে রাঙ্গামাটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া রুমা ও থানছি সড়কের রাস্তা ভেঙ্গে যাওয়ায় সেখানে অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করছে না।

এর আগে কয়েকদিনের বর্ষণে গত রোববার জেলা শহরসহ কয়েকটি উপজেলায় বন্যা হয়।

জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত চলা বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে শহরের নিন্মাঞ্চলগুলো।

এতে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার হাজার হাজার মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকে বিরামহীন বৃষ্টিতে শহরের উজানী পাড়া, মধ্যম পাড়া, ইসলামপুর, কাসেমপুর, হাফেজঘোনা, বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকার নিন্মাঞ্চলগুলো পুরোপুরি ডুবে যায়।

কয়েকটি জায়গায় পাহাড় ধস হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বান্দরবান-কেরানীহাট সড়কে সুয়ালক বাজার এলাকায় একটি সেতুতে আংশিক ফাটল ধরায় সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে সেতুটির মেরামতের কাজ দ্রুত শেষ করে শনিবার সকাল ৮ টায় তা পুনরায় চালু করা হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ।