চট্টগ্রামে খোলা নর্দমায় অটোরিকশা পড়ে নিহত ২

চট্টগ্রামের আগ্রাবাদে রাস্তার পাশের খোলা নর্দমায় অটোরিকশা পড়ে গিয়ে চালক ও এক আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 11:03 AM
Updated : 31 July 2015, 03:25 PM

নগরীর ডবলমুরিং থানার ওসি নূরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহী মোহাম্মদ ফিরোজ জামান (৫৫) চট্টগ্রামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে কাজ করেন। শেরপুরের নকলা উপজেলায় তার বাড়ি।

আর নিহত অটোরিকশা চালক মাহবুব আলমের (২৫) বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

পুলিশ কর্মকর্তা নূরুল বলেন, ফিরোজকে নিয়ে ওই অটোরিকশা আগ্রাবাদের দিকে যাচ্ছিল। পথে সিঅ্যান্ডবি কলোনির মুখে আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সেটি রাস্তার পাশের ওই নর্দমায় পড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, বৃষ্টিতে পানি ওঠার কারণে রাস্তার পাশের ওই খোলা নর্দমা দেখতে পাননি অটোরিকশা চালক।

পড়ে যাওয়ার পর অটোরিকশার দুপাশের দরজা বন্ধ থাকায় কেউ বের হতে পারেননি বলে জানান ওসি। 

ডবলমুরিং থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, অটোরিকশা থেকে যাত্রী ও চালককে উদ্ধারের পর ওই নর্দমায় আরও কেউ রয়েছে কিনা তা দেখতে ডুবুরি নামানো হয়েছিল।

তবে সেখানে কাউকে পাওয়া যায়নি জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই অটোরিকশায় চালকসহ মোট দুজন ছিলেন বলেই ধারণা করছে পুলিশ।”

চট্টগ্রামে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কয়েকদিন থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। আর বৃষ্টি হলে শহরের বেশিরভাগ এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়া গত কয়েক বছর ধরে একটি নিয়মিত ঘটনা।