কিশোরগঞ্জে পিতা খুন, স্ত্রী-পুত্রসহ আটক ৩

কিশোরগঞ্জ সদর উপজেলায় পুত্রের হাতে পিতা খুন হওয়ার খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 10:18 AM
Updated : 31 July 2015, 10:18 AM

শুক্রবার সেকালে যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের কৃষক আবু বক্কর (৫০)।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আবু বক্করের স্ত্রী আছিয়া খাতুন (৪০), ছেলে সেলিম (২৪) ও সেলিমের স্ত্রী ময়নাকে (২০) আটক করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারারফ হোসেন জানান, আবু বক্করের সঙ্গে দুই দিন আগে  স্ত্রী আছিয়ার ঝগড়া হয়। ওই সময় আবু বক্কর স্ত্রীকে মারধর করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ আছিয়া খাতুন ঢাকায় কর্মরত দুই  কাঠ মিস্ত্রি ছেলে সেলিম ও জাবেদকে (২২) খবর দিয়ে বাড়িতে আনেন, বলেন ওসি। 

“শুক্রবার সকাল ৬টার দিকে সেলিম ধারালো ছোরা দিয়ে ঘুমন্ত অবস্থায় আবু বক্করের বুকে ও পেটে উপুর্যপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওই সময় পরিবারের অন্য সদস্যরা সেলিমকে সহায়তা করে বলে ওসি জানান।

“ওই ঘটনার পর সেলিম নিজের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত হন।”

তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় তিন জনকে আটক করে এবং আটক সেলিমকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।