ধানমণ্ডির ঈদগাহ মসজিদে খাদেমের লাশ

রাজধানীর ধানমণ্ডির ঈদগাহ মসজিদে ইমামের বিশ্রাম কক্ষ থেকে খাদেমের গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 04:57 AM
Updated : 31 July 2015, 06:22 AM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে চারতলা মসজিদের দোতলার ওই ঘরে লাশটি পাওয়া যায় বলে ধানমণ্ডি থানার পরিদর্শক মো. হেলাল ‍উদ্দিন জানান।

নিহত খাদেমের নাম মো. দুলাল গাজী (৫০), তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

দুলাল থাকতেন ওই ভবনের নিচতলার একটি ঘরে। আর দোতলায় যে কক্ষে তার লাশ পাওয়া গেছে, সেটি মসজিদের ইমাম হাফেজ মোনোয়ার হুসাইনের বিশ্রামকক্ষ।

পরিদর্শক হেলাল জানান, ওই ঘরের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তবে সেখানে কাগজ-পত্র ছাড়া আর কিছু ছিল না। পাশের ড্রয়ার থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন খোয়া গেছে বলে ইমাম পুলিশকে জানিয়েছেন।

“রাতে ওই ঘরে সম্ভবত চোর ঢুকেছিল। খাদেম শব্দ পেয়ে নিচতলা থেকে সেখানে ঢুকলে চোর তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন হেলাল।

হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা- তাও তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য দুলালের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।