সেনাবাহিনীতে চাকরির কথা বলে প্রতারণায় আটক ৬

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 06:52 PM
Updated : 30 July 2015, 06:52 PM

বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত এবং গাজীপুর থেকে তাদের ধরা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানিয়েছেন।

আটকরা হলেন- মো. সাকিব হাসান (৪৪), মাহবুবুল আলম (৩২), মো. নাসির উদ্দিন (৩৫), রিকু চাকমা (৩২), সুজান চাকমা (৩০) ও জামাল হোসেন (৩২) ।

আটকদের কাছ থেকে সেনাবাহিনীর ৪টি সীল, ১টি প্যাড, ১টি ভুয়া নিয়োগপত্র, ইসলামী ব্যাংকের ২টি টাকা জমার বই এবং ১টি সিলভার কালারের প্রাইভেটকার উদ্ধার করা হয় বলে জানান তিনি।