রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পিএস গ্রেপ্তার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 05:56 PM
Updated : 30 July 2015, 06:11 PM

গ্রেপ্তার আব্দুল মতিন রামগতি উপজেলার টুমচর গ্রামের আবদুর রউফের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরআফজাল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি আলেপ উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, “মতিন দীর্ঘদিন ধরে নিজেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।”

কিছুদিন আগে প্রতারণার শিকার স্থানীয় কয়েকজনের অভিযোগের ভিত্তিতে দুপুর সাড়ে ৩টার দিকে চরআফজাল এলাকা নূর নবীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় তার বিরুদ্ধে রামগতি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কমান্ডার আলেপ উদ্দিন।