কেরানীগঞ্জে আ. লীগ নেতাকে নির্যাতন, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 04:22 PM
Updated : 30 July 2015, 04:22 PM

বৃহস্পতিবার দুপুরে ইকুরিয়া এলাকা থেকে জরিপ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনির হোসেন।

নির্যাতনের শিকার আমিনুর রহমান সওদাগর তেঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানান তিনি।

এ ঘটনায় সকালে জরিপকে আসামি করে আমিনুর রহমান মামলা করলে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১১টার দিকে বাড়ির সামনে থেকে সন্ত্রাসী জরিপের লোকজন তাকে তুলে নিয়ে যায়।

তারা তাকে পিটিয়ে আহত করে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

এর প্রায় ঘণ্টাখানেক পর জরিপের লোকজন তাকে আবার বাড়ির সামনে ফেলে রেখে যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় এক ব্যক্তির জমি দখল করতে চেয়েছিল জরিপ ও তার লোকজন। তিনি বাধা দেয়ায় নির্যাতনের শিকার হয়েছেন।