চট্টগ্রামে ফল বিক্রেতা ধর্ষিত, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিআরটিসি ফলমন্ডি এলাকায় এক নারী ফল বিক্রেতাকে ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 03:27 PM
Updated : 30 July 2015, 03:27 PM

এরা হলেন- মো. মামুন (২২), মো. ইসমাইল প্রকাশ চেয়ারম্যান (১৮), ইকবাল হোসেন (১৮), জাহাঙ্গীর আলম (১৮) ও মো. হাসান প্রকাশ গুরু (১৮)।

মঙ্গলবার গভীর রাতে বিআরটিসি ফলমন্ডি এলাকায় ওই নারী ধর্ষিত হন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানান।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ধর্ষিতা নারী (২৮) ফলমন্ডি এলাকার বিভিন্ন আড়ত থেকে ফেলে দেওয়া ফল সংগ্রহ করে বায়েজিদ এলাকায় বিক্রি করতেন। তিনি বায়েজিদ এলাকায় থাকেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পরিদর্শক নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও ওই নারী ফল মন্ডিতে এলে ফল দেওয়ার কথা বলে  তাকে ডেকে নেয় ওই যুবকরা।

“পরে ফলমন্ডির সুমনের গুদাম এলাকায় নিয়ে ওই নারীকে পাঁচ জন ধর্ষণ করে। বুধবার ভোরে বিআরটিসি এলাকার টহল পুলিশের কাছে ওই নারী অভিযোগ করেন।”

অভিযোগ পেয়ে বুধবার সকালেই ফলমন্ডি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে অন্য চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার পাঁচ জনই ফলমন্ডি এলাকায় শ্রমিক ও ভ্যান চালক হিসেবে কাজ করেন।