রাষ্ট্রপতির সঙ্গে চেক দূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্তাসেক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 12:36 PM
Updated : 30 July 2015, 12:36 PM

বৃহস্পতিবার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।”

বিদায়ী দূতও এসময় তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান বলে জানান প্রেস সচিব।

প্রেস সচিক বলেন, “রাষ্ট্রপতি স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি জানানোর জন্য চেক প্রজাতন্ত্রের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।”

রাষ্ট্রপতি ও বিদায়ী দূত উভয়ই এসময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রীয় সফর বিনিময়ের ওপর জোর দেন।

চেক দূত বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য অনুকূল। বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে স্বাচ্ছন্দবোধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।