নিযামের রাজশাহীর মেয়রের দায়িত্ব পালনে বাধা কাটল

রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে মো. নিযাম উল আযীমের কার্যক্রম পরিচালনায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 12:28 PM
Updated : 30 July 2015, 12:28 PM

এর ফলে দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসাবে তার কার্যক্রম পরিচালনায় বাধা কাটল বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করার পর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযামকে মেয়রের দায়িত্ব দেয় সরকার। তবে এর বিরুদ্ধে হাই কোর্টে গেলে নিযামের দায়িত্ব পালনে স্থগিতাদেশ আসে।

ওই আদেশের বিরুদ্ধে নিযামের করা এক আবেদন শুনে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার হাই কোর্টের ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এছাড়া ১৩ অগাস্ট বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন তিনি।

চেম্বার বিচারপতির আদালতে শুনানিতে নিযামের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

গত ৩১ মে কাউন্সিলর নিযামকে মেয়রের দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে নজরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা রিট আবেদন করলে গত ৫ জুলাই ওই প্রজ্ঞাপন স্থগিত করে হাই কোর্ট।

এরপর হাই কোর্টের দেওয়া এই আদেশ স্থগিত চেয়ে নিযাম চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।

অবরোধ-হরতালের মধ্যে পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা ও নাশকতাসহ বিভিন্ন মামলায় পলাতক বিএনপি নেতা বুলবুলকে মেয়রের পদ থেকে গত ৭ মে বরখাস্ত করে সরকার।