কুয়েত, চেক প্রজাতন্ত্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎসহ বাংলাদেশের বিভিন্ন খাতে কুয়েত ও চেক প্রজাতন্ত্রকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 11:09 AM
Updated : 30 July 2015, 11:09 AM

বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা বিদায়ী সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।  

ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দাফারির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।  

ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যমে কুয়েত বাংলাদেশে আর্থিক সহায়তা বাড়াবে বলেও আশা প্রকাশ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশে কুয়েতের আরো বিনিয়োগ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতকে এর মধ্যেই চিহ্নিত করা হয়েছে।

কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আগামীতে আরো উন্নয়ন করবে।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহায়তার বিষয়েও আলোচনা হয়।

চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে সমজিদের সংস্কারের জন্য প্রথম কিস্তির দশ লাখ মার্কিন ডলারের চেক প্রধানমন্ত্রীর কাছে এসময় হস্তান্তর করেন আল দাফারি।

পরে চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্তেসাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্তাসেকের বৈঠক

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অংশীদারিত্ব বা সরাসরি চেক বিনিয়োগের কথা বলেন।

বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ওপরো গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।  

বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক পণ্য আমদানির জন্য চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন শেখ হাসিনা।

যোগাযোগ খাতে সহযোগিতার কথা উল্লেখ করে দেশের রেল ও ট্রাক,  নবায়নযোগ্য জ্বালানি ও তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তার দেশের অভিজ্ঞতার কথা তুলে ধরেন চেক রাষ্ট্রদূত। 

বৈঠকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের কনসাল জেনারেল এএসএম মহিউদ্দিন মোনেম উপস্থিত ছিলেন।