গোপালগঞ্জে ভ্যান চালকের মৃত্যু, আটক ১

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ভ্যান বিক্রির টাকা আনতে গিয়ে নিখোঁজ এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 10:56 AM
Updated : 30 July 2015, 10:56 AM

বুধবার রাতে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক।

নিহত আনিচ কাজী (৩০) টুঙ্গিপাড়া উপজেলা সদরের কেড়ালকোপা গ্রামের আফসার উদ্দিন কাজীর ছেলে।

আটক সাহিদুল ইসলাম (৪০) টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভ্যান ক্রেতা রফিকুলের বড় ভাই।   

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, কিছুদিন আগে আনিচ তার ভ্যান গাড়িটি ২০ হাজার টাকায়  রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন।
“এ সময় রফিকুল  তাকে নগদ ১৬ হাজার টাকা দেয় ও চার হাজার টাকা বাকি রাখেন।

“পাওনা টাকা আনতে বুধবার রাতে আনিচ রফিকুলের বাড়িতে যান।”

ওসি বলেন, ফিরতে দেরি হ্ওয়ায় আনিচের বাড়ির লোকজন তাকে খুঁজতে খুঁজতে গ্রামের একটি বাড়ির পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি।

“সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথে তার মৃত্যু হয়।”

মৃত আনিচের মুখে বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে বলে জানান ওসি।

আটক সাহিদুলকে করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।