ঘূর্ণিঝড়: উপকূলীয় এলাকায় সওজকর্মীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে উপকূলীয় এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সব কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 07:39 AM
Updated : 30 July 2015, 07:39 AM

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার পর্যন্ত ছুটি বাতিলের নির্দেশ বলবৎ থাকবে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় জেলাগুলোয় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ফেরি চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরিতে পারাপার করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সওজের নিয়ন্ত্রণকক্ষের ৮৮৭০৭১৯ এবং ০১৭৩০-৭৮২৮৩৩ নম্বরে ফোন করে দুর্যোগ সম্পর্কিত তথ্য জানা যাবে।