খারাপ আবহাওয়ায় চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘কোমেন’র কারণে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ায় চাঁদপুর থেকে ১৮টি পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 04:35 AM
Updated : 30 July 2015, 04:35 AM

খারাপ আবহাওয়ার কারণে সকাল থেকে ঢাকা, বরিশাল, ভোলা নারায়ণগঞ্জসহ ১৮টি পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

এছাড়া মেঘনা নদীতে অবস্থানরত সকল নৌযান নিরাপদে অবস্থান করছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

“ মতলব, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। ”