বরেন্দ্র কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আকরাম চৌধুরী

নওগাঁর সাবেক সাংসদ মো. আকরাম হোসেন চৌধুরীকে বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 03:47 PM
Updated : 29 July 2015, 03:47 PM

অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের জন্য তাকে ওই পদে গ্রেড-১ বেতনক্রমে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের রাজশাহীর প্রধান কার্যালয়ের সচিব দেওয়ান মো. আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল ইসলাম ঠাণ্ডু দুই দফা পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গত বছরের ১৬ অগাস্ট ঠাণ্ডুর চুক্তির মেয়ার শেষ হয়।

“চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পর পদাধিকারবলে বিভাগীয় কমিশনার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।”

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অধীনে ১৯৮৫ সনে ‘সমন্বিত বরেন্দ্র উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দেয় সরকার। এই প্রকল্পের বরাদ্দ তহবিলের ২৬ শতাংশ ব্যয় দেখিয়ে ১৯৯০ সালে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি পুনঃবিবেচনা করে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে ১৯৯২ সালের ১৫ জানুয়ারি কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে সরকার।