খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 12:35 PM
Updated : 29 July 2015, 12:35 PM
বুধবার খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খুলনা মহানগরীর শাহীন হাওলাদার, ইদ্রিস, মনির, জাহিদুল ইসলাম জাহিদ ও মইন।

এদের মধ্যে জাহিদ ও মইন পলাতক রয়েছেন।

রায়ে দণ্ডিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ১ জুন সন্ত্রাসীরা খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার ওমর আলীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীদের সঙ্গে ওমর আলী ও তার ছেলে আলমগীরের কথা কাটাকাটি হয়।

এ ঘটনা জেরে ওই বছর ৬ জুন সন্ধ্যায় আলমগীরকে রাস্তা থেকে ধরে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পরদিন ১৬ জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওমর আলী।