আরও ১৫৯ বাংলাদেশি আসছে বৃহস্পতিবার

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি হিসেবে সনাক্ত আরও ১৫৯ জনকে দেশে ফেরত আনা হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 12:30 PM
Updated : 29 July 2015, 06:59 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের ঢেকিবুনিয়ায় বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশনের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে বলে জানান কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।

পতাকা বৈঠকে রবিউল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে বলেও জানান তিনি।

তবে ঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে এই কার্যক্রম স্থগিত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল রবিউল।

সাগরে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকাল নাগাদ ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জনের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।  

এর মধ্যে, নরসিংদীর ৮০, চট্টগ্রামের ১৮, হবিগঞ্জের ১৭, কিশোরগঞ্জের ১৩, নারায়ণগঞ্জের ১২, ফরিদপুরের ১২, শরীয়তপুরের ৩, নওগাঁর ২, নাটোরের ১ ও বরিশালের ১ জন রয়েছেন। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে ১৬ জন।

তাদেরকে ফেরত আনার পর বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত আইওএমের পক্ষ থেকে সকল ধরনের মানবিক সাহায্য দেওয়া বলে্ও জানান তিনি।

গত ২১ মে মিয়ানমার উপকূল থেকে ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী।

এর মধ্যে ৮ জুন, ১৯ জুন ও ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪২ জন বাংলাদেশিকে।