বেনাপোলে বিরল প্রজাতির রঙিন কচ্ছপ উদ্ধার

অবৈধ পথে ভারত থেকে আনার সময় বিরল প্রজাতির ৭১০টি রঙিন কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 12:12 PM
Updated : 29 July 2015, 12:12 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের বোয়ালিয়া সীমান্তের একটি মাঠ থেকে কচ্ছপগুলো আটক করা হয় বলে জানিয়েছেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের নায়েক সুবেদার জালাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চোরাকারবারিরা কচ্ছপের একটি চালান নিয়ে ভারতের সীমান্ত পার হয়ে বোয়ালিয়ায় অবস্থান করছে খবর বিজিবির টহল দল অভিযান চালায়।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর ৭১০টি কচ্ছপ পাওয়া যায়।”

কচ্ছপগুলো দুপুরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জার হেলিম রায়হানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জালাল।