জঙ্গিবাহী প্রিজনভ্যান দুর্ঘটনায়

জেএমবি সদস্যদের নিয়ে কাশিমপুর কারাগারে যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় পড়েছে একটি প্রিজন ভ্যান। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 11:19 AM
Updated : 29 July 2015, 11:19 AM

বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার বিকেলে এ ঘটনায় কেউ হতাহত হননি।

“সাড়ে ৩টার দিকে বলাকা ভবন এবং শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় প্রিজনভ্যানটি রাস্তার পাশে ফুটপাতে উঠে যায়।”

ওই গাড়িতে থাকা ১৮ বন্দির অধিকাংশই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানান তিনি।

ওসি বলেন, “এটি একটি দুর্ঘটনা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের নিয়ে যাওয়ার পথে ওই এলাকায় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।”

তবে পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্রাইভেট কারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভ্যান চালক এই দুর্ঘটনায় পড়েন।”

গতবছর ২৬ ফেব্রুয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে দুজন মৃত্যুদণ্ড ও একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের মধ্যে একজন পালানোর পথে ধরা পড়েন এবং পরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

ওই ঘটনা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করা হলে ওসি কামাল উদ্দিন বলেন, “আজকের ঘটনা নাশকতা নয়।”

তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং আরেকটি প্রিজন ভ্যানে করে বন্দিদের দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হয়।