সাকার ফাঁসি বহাল: চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সন্তোষ

আপিল বিভাগের রায়ে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ড বহাল থাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 08:57 AM
Updated : 29 July 2015, 08:57 AM

রায় ঘোষণার দিন বুধবার সকাল থেকেই মঞ্চের কর্মীরা নগরীর চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে।

ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণার পর মঞ্চের কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

এ সময় সমাবেশে বক্তারা চট্টগ্রামের কুখ্যাত এ যুদ্ধাপরাধীর ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরিফ চৌহান বলেন, “একাত্তরে হত্যা ও নির্যাতনের নির্দেশদাতা সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় চট্টগ্রামবাসী সন্তুষ্ট। এ রায় বহালের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী কলঙ্কমুক্ত হয়েছে।”

এর মধ্য দিয়ে শহরের গুডস হিল এবং রাউজানে নির্যাতন ও হত্যাযজ্ঞে নিহতদের স্বজনরা ন্যায় বিচার পেয়েছেন মন্তব্য করে অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানান তিনি।

সমাবেশে মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী নূরুল আবছার, তপন দস্তিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী অনুপ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল নগরীর আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, প্রেসক্লাবসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।