জয়পুরহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবিতে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 08:13 AM
Updated : 29 July 2015, 12:18 PM

পাঁচবিবি রেলস্টেশনের মাস্টার সন্তোষ কুমার সরকার জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে দিকে স্টেশনের কাছে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুর থেকে পাথর নিয়ে খুলনা যাওয়ার ‘এস জে কে-২ ডাউন’ ট্রেনটি পাঁচবিবি রেলগেইট এলাকায় দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার পর ঢাকা ও খুলনার সঙ্গে সৈয়দপুর, লালমনিরহাটসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা, চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল, খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস পাঁচবিবি স্টেশনে কাছে আটকা পড়েছে বলে জানান স্টেশন মাস্টার সন্তোষ।

ট্রেনটি উদ্ধারের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বিকালে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।