সিরাজগঞ্জে নৌ ডাকাতি, ১৫ লাখ টাকা লুট

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে একদল বন্দুকধারী ডাকাত পাট ব্যবসায়ীদের মারপিট করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 07:36 AM
Updated : 29 July 2015, 07:38 AM

বুধবার সকালের দিকে নাটুয়ারপাড়া চরাঞ্চলের তেকানী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, ডাকাতির ঘটনার পর সিরাজগঞ্জ সদর ও কাজীপুর থানা পুলিশ নদীতে একাধিক অভিযান চালায়। তবে বেলা ১১টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

আদবডাঙ্গার ব্যবসায়ী রেজাউল করিম ও নায়েব আলী জানান, সকাল ৯টার দিকে তারা আটজন ব্যবসায়ী একটি নৌকায় করে পাট কেনার জন্য কাজীপুরের মেঘাই ঘাট থেকে চরাঞ্চলের নাটুয়ারপাড়া হাটে যাচ্ছিলেন। তেকানীর চর এলাকায় পৌঁছানোর পর আরেকটি নৌকায় করে ৮/১০ জন ডাকাত এসে তাদের পিটিয়ে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় ডাকাতরা পিস্তল উঁচিয়ে গুলি করে ভয়ভীতি দেখায় বলেও তাদের অভিযোগ।

তারা বলছেন, ওই এলাকায় নৌ-পুলিশের টহল থাকার কথা থাকলেও ঘটনার সময় তাদের দেখা যায়নি।

কাজীপুর থানার ওসি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতরা দক্ষিণ (টাঙ্গাইলের ভূয়াপুর) দিক থেকে এসেছিল। এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।”

নৌ-পুলিশের টহলদল ঘটনাস্থলে না থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “ছয়টি নৌকা ঘাটের জন্য একটি মাত্র টহলদল নদীতে দায়িত্বে রয়েছে। ঘটনার সময় তারা অন্য স্থানে টহলে ছিলেন।”