নারী পাচারে জড়িত সন্দেহে আটক ৫

জোর করে এবং প্রলোভন দেখিয়ে নারীদের পাচারে জড়িত থাকার অভিযোগে পাঁচজন আটক করেছে র‌্যfব-৩ এর একটি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 06:35 PM
Updated : 28 July 2015, 06:35 PM

তারা হলেন, কোহিনুর আলম (৩০), জাহিদুল ইসলাম কবির (৩৫), মো. হাসান (৫০), রাশিদুল হাসান (৫৫) ও মো. জসিম উদ্দিন (৪৫)।

মঙ্গলবার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রাতে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, তাদের কাছে বিপুল পরিমাণ পাসপোর্ট এর ফটোকমি ও পাচারকাজের ব্যবহৃত সরঞ্জাম ও নথিপত্র পাওয়া যায়।

এই চক্র কয়েকজন নারীকে লেবানন নেওয়ার কথা বলে অবৈধভাবে সিরিয়া পাঠিয়ে দিয়েছিল বলে তথ্য আসে র‌্যাবের কাছে। তার ভিত্তিতে অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, কোহিনুর ২০০৩ সালে লেবাননে গিয়েছিলেন। সে সূত্রে তার সঙ্গে বিদেশি নারী পাচারকারী চক্রের যোগাযোগ ঘটে। তাদের হয়ে বাংলাদেশ থেকে নারীদের পাচারে যুক্ত হন তিনি।