চোরাই মালসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীতে চোরাই সরঞ্জাম কেনাবেচার অভিযোগে এক পৌর ছাত্রলীগ সভাপতিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:19 PM
Updated : 28 July 2015, 04:19 PM

সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান তিনি।

ফিরোজ কবির আরও জানান, অভিযান চালিয়ে চোর দলের সদস্যসহ চোরাই মালামাল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি চোরাই ক্যামেরা ক্রয় ও বিক্রয়ের অভিযোগে জলঢাকা পৌর শহর থেকে জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সাহেদকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া চুরি যাওয়া ল্যাপটপ ক্রয়ের অভিযোগে সাহেদের ছোট ভাই সাজ্জাদ হোসেন সোহাগকে রংপুর জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এ সময় তাদের কাছ থেকে চোরাই ল্যাপটপ, মাউস, কি বোর্ড, চার্জার ও ক্যামেরা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন, জলঢাকা পৌর ছাত্র লীগ সভাপতি আহসান হাবিব সাহেদ (২৭), তার ভাই সাজ্জাদ হোসেন সোহাগ (২৫), উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মোশরেফুল হাবিব (২৬)।

এছাড়া আন্তঃজেলা চোর দলের সদস্য সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া মহল্লার জাহিদুল ইসলাম (২৭), নীলফামারী সদরের কাচারী বাজার মহল্লার আতিকুল ইসলাম (২৮), একই এলাকার ফজলুল হক (৪৫) ও পৌর শহরের প্রগতি পাড়ার মাসুদ রানাকে (২৭) গ্রেপ্তার করা হয়।