পশুখাদ্যে ভেজাল: ২ জনকে জরিমানা

ভেজাল পশুখাদ্য ও ওষুধ তৈরির দায়ে দুই জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:15 PM
Updated : 28 July 2015, 04:15 PM

দণ্ডপ্রাপ্তরা হলেন- একেএম সাইদ সরোয়ার (৪০) ও এএসএ রশিদ (৬১)।

মঙ্গলবার দুপুরে উত্তরার তুরাগ থানা এলাকায় অভিযানে তাদের এ জরিমানা করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১২ বছর ধরে ‘মেসার্স এভুন পোল্ট্রি ফিড’ এর মালিক সাইদ সরোয়ার অধিক মুনাফার আশায় হাস-মুরগির ও গবাদি পশুর ভেজাল খাবার তৈরি করে আসছিল।

এছাড়া প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়াই অত্যন্ত নিম্নমানের উপাদান দিয়ে গবাদি পশুর ওষুধ তৈরি করে আসছিল।

এ অপরাধে সাইদ সরোয়ারকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রশিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পনের দিনের কারাদণ্ড দেওয়া হয়।