জরাজীর্ণ কারাগার সংস্কারে সুপারিশ ডিসিদের

ঢাকায় সম্মেলনে এসে জরাজীর্ণ জেলা কারাগারগুলো সংস্কারের সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:03 PM
Updated : 28 July 2015, 04:03 PM

ডিসি সম্মেলনে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে সুপারিশও জানিয়েছেন তারা।

সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কয়েকটি অধিবেশনে অংশ নিয়ে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যঅধিবেশনে বসেন জেলা প্রশাসকরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জেলা প্রশাসকরা জানিয়েছে, অনেক জেলা কারাগার নাজুক অবস্থায় রয়েছে, জরাজীর্ণ হয়ে গেছে। এসব কারাগারগুলোর সংস্কার চলছে এবং এগুলো ঠিক করে দেব বলেছি।”

ভ্রাম্যমাণ আদালতের দণ্ড কারাগারে বন্দি বাড়িয়ে চাপ সৃষ্টি করেছে বলেও জেলা প্রশাসকরা জানিয়েছেন।

“মোবাইল কোর্ট আইন সংশোধন হচ্ছে, কিছু দিনের মধ্যে তা সংসদে পাস হওয়ার জন্য যাবে,” তাদের বলেছেন আসাদুজ্জামান কামাল।

বৈঠকে সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে ‘রিং রোড’ করার আলোচনা হয়েছে। এই মুহূর্তে ‘রিং রোড’ না করতে পারলেও যে ৭০০ কিলোমিটার এলাকায় বিওপি (বর্ডার আউট পোস্ট-সীমান্ত চৌকি) নেই সে এলাকায় বিওপি তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তৈরি করা হচ্ছে।

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে আরও দ্রুতগামী জলযান দিতে জেলা প্রশাসকরা সুপারিশ জানালে তার ব্যবস্থা করার আশ্বাসও দেন মন্ত্রী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বাড়ানোর সুপারিশও করেছেন জেলা প্রশাসকরা।  

আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে কোনো কথা জেলা প্রশাসকদের কাছ থেকে আসেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

“তারা বলেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল।”

প্রতি জেলায় গঠিত আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি এবং সন্ত্রাসবিরোধী শান্তি কমিটিগুলোকে সক্রিয় রাখতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।

সন্ত্রাস দমনের কাজে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তাদের বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “রাজন হত্যাকাণ্ডের মতো ঘটনা পুলিশকে সময়মতো খবর দিলে হত না। সবাই সচেতন হলে এই ধরণের হত্যাকান্ড ও মানব পাচার হবে না।”

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনার আসামিদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগ রয়েছে পুলিশেরই বিরুদ্ধে।

পুলিশের তদন্ত কমিটি এতে জড়িত থাকার প্রমাণ পেয়ে জালালাবাদ থানার এক পরিদর্শককে বরখাস্তও করেছে।