ময়মনসিংহে ৩ খাদ্য কর্মকর্তার উপর হামলা

ময়মনসিংহে খাদ্য গুদামে চাল পরীক্ষা করতে গিয়ে শ্রমিকদের হাতে তিন কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 02:23 PM
Updated : 28 July 2015, 02:23 PM

এ ঘটনার প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন খাদ্য কর্মকর্তারা।

মঙ্গলবার বিকালে শহরতলী খাগডহর রোডের কেন্দ্রীয় খাদ্য গুদামে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. আলাউদ্দিন, খাদ্য গুদামের ম্যানেজার সানোয়ার হোসেন ও খাদ্য পরিদর্শক আরিফুর রহমান।

তাদের প্রাথমিক চিকিৎসা  দেওয়া হয়েছে বলে জানান ওসি।

খাদ্য পরিদর্শক মুহাম্মদ আলাউদ্দিন বলেন, মঙ্গলবার বিকালে খাদ্য গুদামের শ্রমিক সরবরাহকারী ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন জোর করে  জেলার কেন্দ্রীয় গুদামে ১২৪ মেট্রিক টন নিন্মমানের চাল প্রবেশ করান।

পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে এ চাল পরীক্ষা নিরীক্ষা করতে বিকালে গুদামে যান তিনি।

এ সময় আনোয়ার ও তার সহযোগীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ করেন আলাউদ্দিন।

আলাউদ্দিন আরও জানান, তার চিৎকারে খাদ্য গুদামের ম্যানেজার সানোয়ার হোসেন ও খাদ্য পরিদর্শক আরিফুর রহমান এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে আনোয়ারের লোকজন।

আনোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান,  শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে বিক্ষুদ্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃস্টি হয়েছে।”

ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনার পর জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহাবুবুর রহমান জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত খাদ্য কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদামের আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।