ছেলেকে হত্যা করেছে ‘বাবা’

সাভারে এনাম মেডিকেলের সাত তলা থেকে একটি শিশুকে তার বাবা ফেলে দিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 01:29 PM
Updated : 28 July 2015, 01:50 PM

এ ঘটনায় শিশুটির বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, সোমবার ভোরে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চার তলার কার্নিশে ২৫ দিন বয়সী শিশু আব্দুল্লাহর মৃতদেহ পাওয়া যায়।

“মঙ্গলবার মৃত শিশুটির নানা নুরুল ইসলাম বাদী হয়ে বাবা ফজলুল হকের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

“পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেকে সাত তলা থেকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে তার বাবা ট্রাক চালক ফজলুল হক।”

এসআই আসাদুজ্জামান আরও জানান, হাসপাতালের মোটা অংকের বিল পরিশোধ না করার জন্য ফজলুল এ কাজ করেছে বলে পুলিশকে জানায়।

গ্রেপ্তারকৃত ফজলুল হক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের চার তলার কার্নিশে শিশু আব্দুল্লাহর লাশ পাওয়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফজলুল হক ও শিশুটির মা নুরুন্নাহারের ফুপু জবেদা খাতুনকে আটক করে।

“জিজ্ঞাসাবাদে ফজলুল অকপটে নিজ সন্তান হত্যার কথা স্বীকার করেছে।”

ট্রাক চালক ফজলুলের বরাত দিয়ে এসআই আসাদুজ্জামান বলেন, রোববার হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেওয়া হয় তাদের। এ সময় হাসপাতালের মোটা অংকের বিল দেখে ‘হতভম্ব’ হয়ে যায় সে।

“এ বিষয়টি নিয়ে ফজলুল এলাকার কয়েকজনের সঙ্গে পরার্মশ করে এ সিদ্ধান্ত নেয় বলে জানায়।”

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, হাসপাতালের সবাই ঘুমিয়ে থাকার সুযোগে ভোরে বাচ্চাটিকে কাপড়ে মুড়িয়ে ৭ তলা থেকে ছুড়ে ফেলে দেয় ফজলুল।

১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য বুধবার ফজলুল হককে আদালতে হাজির করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।  

এছাড়া যারা শিশু হত্যার প্ররোচণা জুগিয়েছে তাদের নাম পরিচয় জানার জন্য ফজলুকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেন জানান তিনি।

শিশুটির নানা ও মামলার বাদী নুরুল ইসলাম জানান, চারদিন বয়সী শিশু আবদুল্লাহকে নিয়ে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসেছিলেন তার মেয়ে নুরুন্নাহার।

রক্তে জীবাণুর সংক্রমণ হওয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত আবদুল্লাহর চিকিৎসা হয়েছিল হাসপাতালের নবজাতক শিশু পরিচর্যা ইউনিটে।

তিনি জানান, প্রায় তিন বছর আগে ফজলুল হকের সঙ্গে বিয়ে হয় তার মেয়ে নুরুন্নাহারের (২৩)।

মেয়ে বাক প্রতিবন্ধী হওয়ায় ফজলুকে একটি ট্রাক কিনে দেন এবং সাভারের জামসিং এলাকার নিজ বাড়িতে থাকতে দেন।

আল আমীন নামে তাদের এক বছর বয়সের আরেকটি সন্তান রয়েছে বলেও জানান নুরুল ইসলাম।