সাকার ফাঁসির রায় প্রত্যাশা তার জেলাতেও

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর শাস্তি আপিলেও বহাল রাখার দাবি জানিয়ে তার জেলা চট্টগ্রামে সমাবেশ ও মিছিল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 01:11 PM
Updated : 28 July 2015, 01:48 PM

চট্টগ্রামের সাবেক এই সংসদ সদস্যের আপিলের রায়ের আগের দিন মঙ্গলবার এই কর্মসূচি থেকে বুধবার সকালে চেরাগী পাহাড় মোড়ে অবস্থানের ঘোষণাও দেয় গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার বিকালে একই স্থানে সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব চন্দন দাশ বলেন, “সাকা চৌধুরীর আপিলের রায় নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যায়। আমরা সেসব গুজবে কান দিতে চাই না। কুখ্যাত সাকা চৌধুরী চট্টগ্রামে হত্যাসহ যে জঘন্য অপরাধ করেছেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই তার প্রাপ্য।”

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক দেলোয়ার মজুমদার বলেন, “কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সারা বাংলাদেশের প্রতিবাদী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিয়েছিল।

“কুখ্যাত রাজাকার সাকা চৌধুরীর আপিলের রায় নিয়ে কোনো ষড়যন্ত্রও জনগণ সহ্য করবে না, তা হলে বাংলাদেশের জনগণ সেই সময়ের মতো ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।”

সমাবেশে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরিফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম মাহনগর শাখার সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বক্তব্য রাখেন।