‘চিকিৎসায় অবহেলা’, ৩ ডাক্তারকে আদালতে তলব

চিকিৎসায় অবহেলার অভিযোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকসহ চার জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 11:58 AM
Updated : 28 July 2015, 11:58 AM

মঙ্গলবার সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

এরা হলেন অর্থোপেডিক্স ও সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. জাবের আহমদ, ডা. তানভির আহমদ চৌধুরী, শিক্ষানবিস ডা. শাফিনাজ মোস্তফা এবং জরুরি বিভাগের ব্রাদার তারেক।

মামলার বাদীপক্ষের আইনজীবী তাজ উদ্দিন জানান, গত ১৮ জানুয়ারি দরজায় চাপ লেগে আঙুলে আঘাত পায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সিলেটের ক্যামেরাপার্সন বদরুর রহমান বাবরের ছেলে সাফি।

“সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসায় অবহেলার শিকার হয় সাফি।”

হাসপাতাল থেকে ফেরার পর তার আঙুলে পচন ধরে এবং গত ১৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান হাতের তর্জনী কেটে ফেলতে হয় বলে জানান অ্যাডভোকেট তাজ উদ্দিন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি সাংবাদিক বদরুর রহমান বাবর বাদী হয়ে উইমেন্স ওই হাসপাতালের ৫ ডাক্তারসহ ৮ জনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা করেন।

“মামলার পর আদালতের নির্দেশে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ কমিটি ঘটনার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।

“মঙ্গলবার আদালত বিশেষজ্ঞ তদন্ত কমিটির প্রতিবেদনের উপর শুনানি শেষে চিকিৎসায় অবহেলার প্রাথমিক সত্যতা পেয়ে মামলাটি আমলে নেন।”