‘পরিবারের লোকজনের পিটুনিতে’ নিহত

জমি নিয়ে বিরোধে লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যক্তিকে তার চাচাত ভাই ও ভাতিজা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 11:16 AM
Updated : 28 July 2015, 11:16 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া।

নিহত আব্দুল মন্নান মনা (৪৫) ওই এলাকার সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনের ছেলে।

ঘটনার পর মনার চাচাত ভাই ফিরোজ আলম ও তার ছেলে জুয়েল পালিয়ে গেছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, বাড়ির জমির ভাগ নিয়ে মনার সঙ্গে ফিরোজ আলমের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ ওই জমির একটি নারকেল গাছে ওঠেন মনা। 

“এ সময় ফিরোজ ও তার ছেলে জুয়েল মনাকে গাছ থেকে নামিয়ে পিটিয়ে ও গলাটিপে আহত করে।

“স্থানীয়রা উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তার কামরুল হাসান বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

“গলা টিপে ধরায় মনার মৃত্যু হয়েছে।”

মনার লাশ ময়নাদতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আবদুল্লাহ আল মামুন জানান।