সিলেটে রাজন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 11:08 AM
Updated : 11 April 2017, 03:17 AM

মঙ্গলবার দুপুরে কুমারগাঁওয়ের বাদেয়ালী এলাকায় রাজনের বাড়ির সামনে এ কর্মসূচিতে সদর উপজেলার অন্তত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, ‘নৃশংসভাবে’ শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব অপারাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না।

শুধু বিচার নয় শিশুদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা।

মানববন্ধন থেকে তারা রাজন হত্যাকারীদের ফাঁসি ও সব শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সহিদ প্রমুখ।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন। ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।