যমুনা টানেলে জাপানের সহযোগিতা চাইলেন ওবায়দুল কাদের

যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 03:32 PM
Updated : 27 July 2015, 03:32 PM

জাপান সফররত সড়ক পরিবহনমন্ত্রী সোমবার টোকিওতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সঙ্গে আলোচনায় তিনি এ অনুরোধ জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের ভাইস-প্রেসিডেন্ট সাবেক ভূমি, পরিবহন, অবকাঠামো ও পর্যটনমন্ত্রী তাকিসি মিদার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় মেট্রোরেলসহ দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দূতাবাসের ইকোমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদারসহ সফররত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ফ্রেন্ডশিপ লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন জাপানের পার্লামেন্ট সদস্য আই চি আর ও ইচিরো ওৎসুকা।