ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ভোলায় ইলিশা ঘাটের সংযোগ সড়কে ভাঙন শুরু হওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 02:29 PM
Updated : 27 July 2015, 02:29 PM

সোমবার বিকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান ফেরিঘাট ইনচার্জ আবু আলম হাওলাদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা বর্ষণ ও উত্তাল ঢেউয়ের তোড়ে ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বিশ্বরোড এলাকার হার্ড পয়েন্ট থেকে ইলিশা ঘাটের সংযোগ সড়ক ও চডার মাথা মৎস্যঘাট পর্যন্ত ভাঙন শুরু হয়েছে।

“ইতিমধ্যে ইলিশা ঘাট সংযোগ সড়কের এক কিলোমিটার মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে, তাই যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে ভোলা-লক্ষ্মীপুর রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।”

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ভোলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানান ফেরিঘাটের ইনচার্জ আবু আলম।

</div>  </p>