মহাসড়কে ১ অগাস্ট থেকে অটোরিকশা বন্ধ

আগামী ১ অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা, টেম্পুসহ অযান্ত্রিক সব যান নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 12:38 PM
Updated : 27 July 2015, 12:48 PM

দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই সিদ্ধান্ত বাতিলে অটোরিকশা চালক-মালিকদের আন্দোলনের হুমকির মধ্যে সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, সড়ক নিরাপত্তা বিধানে ১ অগাস্ট থেকে সকল জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা ও অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ।

মহাসড়কে কম গতির ছোট গাড়িগুলোকে দুর্ঘটনার জন্য দায়ী করে তা চলাচল বন্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল বাস মালিক-চালকরা।

এর মধ্যে গত বছর হাই কোর্ট বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি না চালানোর নির্দেশ দেয়।

গত ঈদের আগে-পরের কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

ওই সিদ্ধান্ত বাতিল করতে রোববারই সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-যানবাহন শ্রমিক ইউনিয়ন।

তারা বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ অটোরিকশা মালিক ও চালক এবং তাদের পরিবার ক্ষতির মুখে পড়বে।