পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ কথিত বন্দুকযুদ্ধে নিহত

পটুয়াখালী পুলিশের তালিকাভুক্ত এক ‘সন্ত্রাসী’ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 03:49 AM
Updated : 27 July 2015, 06:50 AM

সোমবার ভোর ৪টার দিকে শহরের পাশে বিসিক শিল্পনগরী এলাকায় ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এস এম তারিকুল ইসলাম জানান।

নিহত তরিকুল ইসলাম তরুর (৩২) বাসা শহরের চরপাড়ার স্বনির্ভর রোড এলাকায়।

ওসি তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসী তরু পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ডাকাতি, খুন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সে জড়িত ছিল।”  

তরু ‘নিখোঁজ’ রয়েছেন জানিয়ে গত ১৭ জুলাই তার স্ত্রী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

র‌্যাবের বরাত দিয়ে তিনি বলেন, বরিশাল থেকে র‌্যাব-৮ এর একটি দল তরু ও তার সঙ্গীদের ধাওয়া করে। এক পর্যায়ে তরু পালিয়ে পটুয়াখালী শহরের বিসিক এলাকায় গোপন আস্তানায় অবস্থান নেয়।

“পটুয়াখালী র‌্যাব ও পুলিশ ভোরের দিকে সেখানে যৌথ অভিযানে গেলে তরুর বাহিনী গুলি শুরু করে। র‌্যাব ও পুলিশও পাল্টা গুলি চালালে তরুর বাঁ চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অন্যরা পালিয়ে যায়।”

পরে র‌্যাব ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ২৪টি গুলি ও ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানান ওসি।