স্কুলের দিনগুলো: আমার সেজদির কথা

>> সনজীদা খাতুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2014, 06:43 PM
Updated : 5 July 2014, 06:43 PM
ফজলুল হক হলের গেটহাউসে থাকতে আমার খুব গানের নেশা হয়েছিল। ওদিকে গলার কী সমস্যা হয়েছিল, একটু ভাঙাভাঙা কণ্ঠস্বর সারাবার জন্যে গলার মহা তোয়াজ করতাম। বারবার করে গড়গড়া করা চলত গরম পানি দিয়ে। গলায় একটা কমফর্টার জড়িয়ে রাখতাম সারাক্ষণ। রীণার জন্যে গানের শিক্ষক ছিলেন। ওর গান শেখার সময়ে পাশে বসে থেকে সব গান তুলে নিতাম আমি। আম্মু তাই দেখে শিক্ষককে বলেছিলেন-ছোটটার গান শুনে দেখুন তো! উনি চোখ কাত করে আমাকে দেখে বললেন-‘গাও তো দেখি’। ‘রোদন ভরা এ বসন্ত’ শুনিয়ে দিয়েছিলাম। উনি অবহেলাভরে বললেন–‘ভালো। তবে এর কোনোদিন গান হবে না’। শুনেই বোধ হয় জেদ চেপে গিয়েছিল।