তোমার কথাগুলো

>> ঝর্না রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2014, 04:02 PM
Updated : 28 June 2014, 04:02 PM
তোমার কথাগুলো জানে প্রকৃতির ধ্বনিতত্ত্ব
অনিঃশেষ ব্যঞ্জনায় ফুটিয়ে তোলে বহুমাত্রিক অর্থ
নানা পথে আসে তোমার কথাগুলো
সদ্য ফুটে ওঠা তুলোর মতো মেঘের খামারবাড়িতে
তোমার কথার রোমাঞ্চিত পোশাকের ঘেরগুলো উড়তে থাকে।
আমি তার উষ্ণ ছোঁয়া পাই রৌদ্র ও জোছনার স্বর্ণাভ ঠোঁটে