রিলেটেড রাইটস : অংশীজনের যৌথ অধিকার

>> মনজুরুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2014, 03:11 PM
Updated : 12 June 2014, 03:11 PM

বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ে সচেতন উন্নত বিশ্ব বিশ্বাস করে-বিগত শতাব্দী ছিলো আইটির যুগ আর একবিংশ শতাব্দী আইপি-র যুগ। তাদের প্রতীতি জন্মেছে যে, একজন আধুনিক মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে একশ থেকে দেড়শ আইপি ব্যবহার করে সংস্কৃতিবান হয়ে ওঠেন। তারা উপলব্ধি করলেও বাংলাদেশ এবং এরকম আরো অনেক স্বল্পোন্নত সমাজের মানুষ যেন বাতাসের মধ্যে ডুবে থেকে বাতাসের অস্তিত্ব টের পান না; তারা প্রতিনিয়ত আইপি সমুদ্রে অবগাহন করেও আইপির অস্তিত্ব সম্পর্কে প্রদর্শন করেন চরম ঔদাসীন্য। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)