নেরুদা-মার্কেসের দুর্লভ আলাপচারিতা

>> যুবায়ের মাহবুববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2014, 03:05 PM
Updated : 29 May 2014, 03:05 PM

ভূমিকা
গত মাসে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মৃত্যুর পর Foundation for New Latin American Journalism (FNPI) ৪২ বছর পুরনো একটি দুর্লভ ভিডিও প্রকাশ করে। ১৮ মিনিটের এই ভিডিওটি ধারণ করা হয়েছিল ১৯৭১ সালে, সম্প্রচার করেছিল চিলির জাতীয় টেলিভিশন চ্যানেল। সে বছর অক্টোবর মাসে পাবলো নেরুদা নোবেল সাহিত্য পুরস্কার জয় করেন। কবি সেই সময় ফরাসী রাজধানীতে চিলির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুরস্কার ঘোষণার দুদিনের মধ্যে প্যারিসে পৌঁছে যায় চিলি টিভির ফিল্ম ক্রু, তাদের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক আউগুস্তো অলিভারেস। অলিভারেসের সার্বিক পরিচালনা এবং উপস্থাপনায় অনুষ্ঠানটি ধারণ করা হয়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)