বৈশাখের ভালোবাসা: ভালোবাসার কবিতা

>> ফরিদ আহমদ দুলালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2014, 07:34 AM
Updated : 14 May 2014, 07:34 AM

কেবল বাংলা কবিতায় নয়, সমগ্র পৃথিবীর কাব্যচর্চা নিয়ে সাধারণ জরিপ চালানো হলেও হয়তো দেখা যাবে, এ যাবৎকাল পৃথিবীতে যতো কবিতা রচিত হয়েছে তার সিংহভাগই প্রেমের কবিতা। সঙ্গত কারণে ধরেই নিতে পারি একজন কবি যখন কাব্যচর্চা শুরু করেন অথবা কাব্যচর্চা অব্যাহত রাখেন, নিশ্চয়ই তিনি প্রেমকাব্য রচনা করবেন। অন্যভাবে বলতে পারি প্রেম ছাড়া কোনো কবিতাই লেখা যায় না। যে অনুষঙ্গের কথা কবি তাঁর কবিতায় উচ্চারণ করতে চান সে অনুষঙ্গ বিষয়ে যদি তাঁর অন্তরের গভীর প্রদেশে প্রেম জাগ্রত না হয়– যদি তার সঙ্গে কবি একাত্ম হতে না পারেন, তবে সে প্রসঙ্গে কবির পক্ষে উত্তীর্ণ কবিতা লেখা আদৌ সম্ভব নয়। (পড়তে ক্লিক করুন)