মার্কেসের রাজনৈতিক চেতনা

>. বিনয় বর্মনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2014, 01:42 PM
Updated : 26 April 2014, 01:42 PM

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ছিলেন আপাদমস্তক একজন রাজনীতি-সচেতন ও রাজনৈতিক লেখক। তাঁর এমন কোনো লেখা নাই যেখানে রাজনীতি নেই। নিঃসঙ্গতার একশো বছর থেকে শুরু করে জেনারেল তার গোলকধাঁধাপর্যন্ত সর্বত্র ছড়িয়ে আছে প্রচ্ছন্ন ও প্রকাশ্য রাজনীতি। তাঁর কাছে রাজনীতি মানে সাধারণ মানুষের কল্যাণ, নিজের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)