গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস: সাহিত্য ছুতারগিরি ছাড়া কিছু নয়

>> রওশন জামিলবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 02:27 PM
Updated : 25 April 2014, 03:10 AM
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এই সাক্ষাৎকারটি ১৯৮১ সালে প্যারিস রিভিউর শীত সংখ্যায় ‘দি আর্ট অভ ফিকশন’ সিরিজে প্রকাশিত হয়। মার্কেস্ এতে তাঁর সাংবাদিকতা ও সাহিত্যভাবনা এবং এই দুয়ের মধ্যে লেনদেন বিষয়ে আলো ফেলেছেন। সাক্ষাত্কারটি গ্রহণ করেন পিটার এইচ. স্টোন। এটি গৃহীত হয় মেক্সিকো সিটিতে, তাঁর বাড়ির ঠিক পেছনদিকে অবস্থিত স্টুডিও-কাম-অফিসে।