দিলীপ পালের লেখা: বাংলাদেশে সংষ্কৃতি-চর্চা, নববর্ষ ও মৌলবাদ

>> খালিকুজ্জামান ইলিয়াসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 09:41 AM
Updated : 17 April 2014, 09:41 AM
এদেশেরই মানুষ ছিলেন তিনি। ব্রাক্ষ্মণবাড়িয়ায় শৈশব ও কৈশোর কাটিয়ে ঢাকার নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে আই-এ পাশ করেন। এরপর কিসে কি হলো তিনি পাড়ি জমালেন কোলকাতা। সেখান থেকে শান্তিনিকেতনে। বাবা মা ভাই বোন সবাই রয়ে গেলেন ব্রাক্ষ্মণবাড়িয়ায়; কেবল দিলীপ পাল ইন্টারমিডিয়েট পাশ করেই গিয়ে হাজির হলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে–একা। সেখানে পড়লেন রসায়ণ। সেখানে স্নাতকোত্তর পাশ না করা পর্যন্ত চুটিয়ে যাপন করলেন ছাত্র জীবন। আবার, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন সভা সমাবেশ করে চাঁদা তুলে নানাভাবে সাহায্যও করলেন।