জীবনানন্দের ‘রূপসী বাংলা’: শাশ্বত বাংলার স্বপ্নরূপ

>> সৈয়দা আইরিন জামানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2014, 06:31 PM
Updated : 18 Feb 2014, 06:31 PM

জীবনানন্দের বাংলা- রূপসী বাংলা, শাশ্বত বাংলার স্বপ্নরূপ। জীবনানন্দ ত্রিকালদর্শী কবি। তিনি মনে মনে তার প্রিয় ভূমিকে অখণ্ড ভারতবর্ষ থেকে আলাদা করে নিয়ে ‘রূপসী বাংলা’ নামকরণ করেছেন এবং রূপসী বাংলা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন আবহমান বাংলা ও বাঙালিকে (বিস্তারিত পড়তে ক্লিক করুন)