আবুল হাসানের পৃথক পালঙ্ক

>> ওমর শামসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2013, 10:25 AM
Updated : 13 Sept 2013, 11:03 AM

১. ভূমিকাঃ
অবাক হয়ে পড়ি, আবুল হাসান – আবুল হাসান-এর কবিতা। অক্টোবর, ১৯৭২ পর্যন্ত যখন দেশে ছিলাম তখন কয়েকটি মাত্র পড়েছিলাম। বিদেশে, ৮০-র দশকে, পৃথক পালঙ্ক পড়েছিলাম। পরে যে তুমি হরণ করো হাতে এসেছিল। (পড়তে ক্লিক করুন)