জুনান নাশিতের একগুচ্ছ কবিতা

. জুনান নাশিতবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2013, 01:44 PM
Updated : 31 May 2013, 01:44 PM

বিরোধ

সপ্তসিন্ধু দশদিগন্তের মলাটটা ছিঁড়ে গেছে
লাগাতে পারোনি
আজ কাল না হয় পরশু….
চুপসানো সময়ের পিঠে চড়ে
ধারালো ছুরির গতিস্নিগ্ধতায় জীবনের বাঁকগুলো শুধু বদলালো
চোখের কোটরে স্থিত হলো মৌলিক বিরোধ
ভৌতিক প্রচ্ছদ জুড়ে পরষ্পরে সঙ্গচাতুর্যের যে খোলস
এতোদিন দিগন্তবিস্তারী ছিলো
তা-ই আজ গভীরতাকামী; ভূমির অতল খাঁজে অন্ধকারমুখী। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)