বাসায় ঢুকে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

রাজধানীর সবুজবাগে একটি বাসায় ঢুকে বাবা ও ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 08:30 AM
Updated : 21 Oct 2014, 11:44 AM

আহত আবুল হোসেন (৭০) ও তার ছেলে জাহেদ হোসেন সবুজকে (৩৫) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ মাদারটেকের বাগানবাড়ি এলাকার ১২৫/২ নম্বর বাড়ির তৃতীয় তলায় এই হামলার ঘটনা ঘটে।

বিনিয়োগ বোর্ডের সাবেক সহকারী পরিচালক আবুল হোসেনই ওই বাড়ির মালিক। ঘটনার সময় তার স্ত্রী ও কাজের মেয়েও বাসায় ছিলেন।

ওসি বলেন, ভোর রাতে কয়েকজন যুবক বাসার দারোয়ানের হাত-পা বেঁধে তিন তলায় উঠে যায়। এ সময় তারা অন্য ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে দেয়।

এরপর দুর্বৃত্তরা আবুল হোসেনের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করে। পরে তাদের পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।

আহত দুজনকে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, “জাহেদ হোসেন সবুজ এক সময় আইএফআইসি ব্যাংকে কাজ করতেন। কয়েক মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন। স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে বলে আমরা জেনেছি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।”

কারা কেন এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি আবুল হোসেনের স্বজনরা। তারা বলছেন, বাড়ি থেকে কিছু খোয়া যায়নি।

আহত বাবা ও ছেলের সঙ্গে কথা বলা সম্ভব হলে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন ওসি।